এই গাড়ি ব্যবহার করতেন অভিযুক্তেরা। নিজস্ব চিত্র।
পান্ডুয়া থানার সাদা পোশাকের পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে। তাঁদের মধ্যে রয়েছেন এক জন ভিলেজ পুলিশও। মঙ্গলবার পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই পান্ডুয়া থানা এলাকায় একটি স্করপিও গাড়ি করে পুলিশের পরিচয় দিয়ে টাকা তুলছিল কয়েকজন যুবক। এ নিয়ে অভিযোগও আসে পান্ডুয়া থানায়। অভিযোগ, পান্ডুয়া থানা এলাকায় রাস্তা দিয়ে যাওয়া গাড়ি আটকে টাকা তুলছিলেন সাদা পোশাকের পুলিশ হিসাবে পরিচয় দেওয়া অভিযুক্তেরা।
মঙ্গলবার এই খবর পেয়ে হানা দেয় পান্ডুয়া থানার পুলিশ। এবং পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রাজেশ রায় নামে এক জন ভিলেজ পুলিশও রয়েছেন। তাঁর বাড়ি পান্ডুয়ার হরালে। বাকিরা হলেন বসির হালদার, মন্টু ধারা, গোলক ধারা এবং শুভজিৎ মণ্ডল। অভিযুক্তদের স্করপিও গাড়িটিও আটক করেছে পুলিশ। গাড়ি থেকে নগদ পাঁচ হাজার টাকাও উদ্ধার হয়েছে।
পান্ডুয়া পুলিশ জানিয়েছে, সাদা পোশাকের পুলিশ দল খুব ভাল কাজ করে। কোনও ঘটনা ঘটলে খুব দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। এই দলে কয়েকজন পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। অভিযুক্ত পাঁচজন সেই সাদা পোশাকের পুলিশদলের নাম করে তোলাবাজি চালাচ্ছিলেন।