প্রতীকী ছবি
হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্যপাড়ায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত আকাশ মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে রবিবার হাওড়া আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শনিবার রাত পৌনে ১০টা নাগাদ ভট্টাচার্যপাড়ায় একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন স্থানীয় বাসিন্দা সোহম মুখোপাধ্যায়। তখন সেখানে দলবল নিয়ে আসে আকাশ। বছর চারেক আগে রামরাজাতলার বাসিন্দা এক স্ত্রীরোগ চিকিৎসককে অপহরণের ঘটনায় ধরা পড়ে জেলে ছিল সে। পরে জামিনে মুক্তি পেয়ে বর্তমানে ভট্টাচার্যপাড়ায় থাকছিল আকাশ। সম্প্রতি ওই এলাকায় আকাশের নেতৃত্বে কিছু অসামাজিক কাজকর্ম শুরু হলে তার প্রতিবাদ করেন সোহম। আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হওয়ার সময়ে সে কথাই জানিয়েছিলেন তিনি।
পুলিশ জানায়, শনিবার রাতে এমনই একটি ঘটনার প্রতিবাদ করায় আকাশের সঙ্গে সোহমের বচসা হয়। তখনই সোহমকে মারধর করা হয় ও তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আকাশ। গুলি রাস্তার পাশে একটি কংক্রিটের স্ল্যাবে গিয়ে লাগে। গুলির আঘাতে কংক্রিটের স্ল্যাব থেকে পাথরকুচি ছিটকে সোহমের শরীরের বিভিন্ন জায়গায় ঢুকে যায়।
হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘জেরায় ধৃত দাবি করেছে যে, সোহমকে ভয় দেখাতেই সে গুলি চালিয়েছিল। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যে আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি ছোড়া হয় সেটি এখনও উদ্ধার করা যায়নি। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে সেটির খোঁজে তল্লাশি চালানো হবে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।