ধৃত সৌরভ ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার এই ঘটনা ঘটেছে হুগলির ত্রিবেণীতে। এই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
ধৃত বিজেপি কর্মীর নাম সৌরভ ভট্টাচার্য। তিনি হুগলির ত্রিবেণীর বাসিন্দা। চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সৌরভ কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল সৌরভের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের করে। এর পর সৌরভকে গ্রেফতার করে পুলিশ। যদিও আদালতে যাওয়ার পথে সৌরভ দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে।
এ নিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘‘রাজ্যে আইনের শাসন নেই। যোগ্য লোক চাকরি পাচ্ছেন না। অযোগ্য লোককে চুরি করে চাকরি দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে রাতের অন্ধকারে পুলিশ গুন্ডামি করছে। কিন্তু কিছু বলা যাবে না। আমরা বিজেপি অন্যায়-দুর্নীতির প্রতিবাদ করছি, করবও। এর জন্য মিথ্যা মামলা দেবে পুলিশ। এটা আমরা জানি। কিন্তু পিছু হঠব না।’’
এ নিয়ে তৃণমূলের হুগলি জেলার মহিলা সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায় বলেন, ‘‘এটাই বিজেপির সংস্কৃতি। রাজ্যের মুখ্যমন্ত্রী এক জন মহিলা। মহিলাদের কী ভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা বিজেপির নেই। বিজেপির এই সংস্কৃতি শুধু এ রাজ্যে নয় গোটা দেশেই।’’