‘রাপ্পা রায়’ সৌম্য মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
অভিনেতা বদল হয়েছে। খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। তার আগে আনন্দবাজার অনলাইনে প্রকাশ পেল ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর প্রথম লুক। যাঁকে ঘিরে গল্প সেই ‘রাপ্পা রায়’ ওরফে সৌম্য মুখোপাধ্যায় চরিত্রের সাজে ধরা দিলেন বৃহস্পতিবার। গোল গলার সাদা টি-শার্ট, উপরে চেকস ফুলহাতা হুডি শার্ট আর জিন্স। এ ভাবেই পর্দায় দেখা যাবে তাঁকে। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্প থেকে তৈরি হচ্ছে ছবিটি।
ধীমান বর্মন ও প্রান্তিক গায়েনের পরিচালনায় সৌম্য ছাড়াও রয়েছেন একাধিক খ্যাতনামী অভিনেতা। বলিউডের দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এ ছাড়াও আছেন, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস রায়, চান্দ্রেয়ী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরভ দাস, দেবাশিস মণ্ডল, অলিভিয়া সরকার, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু প্রমুখ। সৌম্যের বিপরীতে কমিক্সের জনপ্রিয় চরিত্র ‘ডলফিন’-এর চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া। ‘রাপ্পা’র বাবা শান্তিলাল।
কেন হঠাৎ কমিক গল্প নিয়ে কাজ? আনন্দবাজার অনলাইনকে পরিচালক ধীমান বললেন, “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ নিয়ে কাজ করার ইচ্ছা বহু দিনের। অনেক পরিকল্পনার পর ফ্লোরে যাচ্ছি আমরা। কমেডি থেকে ফ্যান্টাসি— সব পাবেন। আশা, এই প্রজন্মের ছবিটি ভাল লাগবে।” ছবিতে ক্যামেরার দায়িত্বে সৌরভ বন্দ্যোপাধ্যায়। গানের দ্বায়িত্বে সমিধ মুখোপাধ্যায়। শুটিং হবে কলকাতা ও শহরতলি মিলিয়ে।