TMC

দুর্গাপুজোয় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানাচ্ছি, উৎসব দেখে যান, খোঁচা কল্যাণের

দিলীপ ঘোষ-সহ বিজেপি-র বঙ্গ ব্রিগেডকে ‘আমন্ত্রণ’ জানিয়েছেন কল্যাণ। যার আড়ালে শাণিত কটাক্ষ। পাল্টা তোপ দেগেছে গেরুয়াশিবিরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১৫:২৪
Share:

দিলীপ ঘোষকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। — ফাইল চিত্র

গত বিধানসভা ভোটে দুর্গাপুজো নিয়ে রাজ্যের শাসকদলকে একের পর এক তীরে বিদ্ধ করেছেন বিজেপি শিবিরের নেতারা। সে আক্রমণের ইতিহাস স্মরণে রেখেই বিজেপিকে পাল্টা খোঁচা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিকদের মাধ্যমে দুর্গাপুজো দেখার জন্য দিলীপ ঘোষ-সহ বিজেপি-র বঙ্গ ব্রিগেডকে ‘আমন্ত্রণ’ জানিয়েছেন কল্যাণ। যার আড়ালে লুকনো রয়েছে শাণিত কটাক্ষ। বিষয়টি নিয়ে পাল্টা তোপ দেগেছে গেরুয়াশিবিরও।

Advertisement

রবিবার রাখি পূর্ণিমায় শ্রীরামপুরের গাঁধী ময়দানে খুঁটি পুজো করে দুর্গাপুজোর সূচনা করেন কল্যাণ। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘এই দুর্গাপুজোয় দিলীপ ঘোষ-সহ সকল বিজেপি নেতাদের আমন্ত্রণ জানালাম তোমাদের মাধ্যমে। কেমন করে মা দুর্গার পুজো করতে হয় উনি এসে দেখে যান। অনেক মিথ্যা প্রচার করেন সারা বছর ধরে। ওঁকে দেখিয়ে দিতে চাই, দুর্গাপুজো কেমন ভাবে করে। দিলীপ ঘোষ-সহ বিজেপি-র যত নেতা আছে ওরা মায়ের আশীর্বাদ নিয়ে মানুষ হোক।’’ এর পাশাপাশি তৃণমূল সাংসদের দাবি, ‘‘গত বার সমস্ত নিয়ম বিধি মেনে দুর্গাপুজো হয়েছিল। এ বারও হবে। অষ্টমীতে মহিলারা পুষ্পাঞ্জলি দেবেন। গত বার হাইকোর্টও পর্যন্ত বলেছিল, খুব সুন্দর দুর্গাপুজো হয়েছে। বিজেপি শিখে যাক।’’

কল্যাণের এই খোঁচা শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছে গেরুয়াশিবির। বিজেপি নেতা স্বপন পাল বলেন, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজো করছেন, দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেছেন ভাল কথা। কেন হাই কোর্টকে পুজোর বিসর্জনে হস্তক্ষেপ করতে হয়েছে? ওঁদের মুখে পুজো ব্যাপারটা মানায় না। ওঁরা লোকদেখানো পুজো করছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement