নিজস্ব চিত্র
মুকুল রায়ের পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুকুল সপুত্র তৃণমূল ফিরে আসার পর শনিবার তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে যান রাজীব। দু’জনেই যদিও ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে বিতর্ক এড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু কল্যাণের সাফ বক্তব্য, ‘‘কুণাল, রাজীব বলছেন, এটা সৌজন্যমূলক সাক্ষাৎ। ওঁদেরই শুধু বুদ্ধি আছে, আমাদের নেই?’’
শুধু তাই নয়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও মূল্য নেই বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন কল্যাণ। তিনি বলেন, ‘‘ডোমজুড়ে অনেক খেটে ওকে ৪৩ হাজার ভোটে হারিয়েছি আমরা। সাধারণ কর্মী হিসাবে দল বলেছে, লড়াই করেছি। প্রমাণ করে দিয়েছি রাজীব কেউ না।’’
শনিবার হুগলিতে এ সব মন্তব্য যখন কল্যাণ করছেন, ঘটনাচক্রে সেই সময় কলকাতায় তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে বৈঠক করছিলেন রাজীব। দু’জনেই বিষয়টিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসাবে ব্যাখ্যা করেন। তবে রাজীবের তৃণমূলে ফিরে আসা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই কল্যাণের মন্তব্য, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভ্যালু ইজ জিরো। সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এ বার ওকে নিলে উপকার হবে কি না, সেটা শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। দিদি তো কালকে স্পষ্ট করে একটা কথা বলেছেন, গদ্দারদের নেওয়া হবে না। তাই শেষ পর্যন্ত মমতাদি ও উচ্চনেতৃত্ব ঠিক করবেন, কী হবে। তবে আমার কাছে দশ-পরেনোটা ভিডিয়ো আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন রাজীব।’’
কোন্নগরে শনিবার একটি অক্সিজেন পার্লারের উদ্বোধন করতে এসেছিলেন কল্যাণ। সেখানে তিনি বলেন, ‘‘কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কে কার বন্ধু কে, কার সঙ্গে কে লিভ টুগেদার করে, এ সব আজকাল গুলিয়ে ফেলি।’’ রাজীবকে দলে নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই ডোমজুড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীবের নামে একের পর এক পোস্টার পড়ছে। তাই নিয়ে কল্যাণের মত, ‘‘পোস্টার না পড়ার কোনও কারণ নেই। অনেক বাজে কথা ও বলেছে।’’