জগদ্ধাত্রী প্রতিমা বরণ পর্বে ব্যতিক্রমী ছবি। — নিজস্ব চিত্র।
মহিলারা নন, পুরুষরাই বরণ করেন জগদ্ধাত্রী প্রতিমা। দুশো বছরেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে হুগলির ভদ্রেশ্বরে। প্রতি বারের মতো এ বারও বিজয়া দশমী তিথিতে ভদ্রেশ্বরের গঞ্জের জগদ্ধাত্রী পুজোয় দেখা গেল এই ছবি। শাড়ি পরে প্রতিমা বরণ করলেন পুরুষরা। আর সেই প্রথা দেখতে ভিড় জমালেন অনেকে।
শাড়ি পরে প্রতিমাবরণ। সাধারণত, দশমী তিথিতে এই পর্বে অংশগ্রহণ করে থাকেন মহিলারাই। কিন্তু প্রতি বার উল্টো ছবি দেখা যায় ভদ্রেশ্বরের গঞ্জের জগদ্ধাত্রী পুজোয়। এ বার ওই পুজো পড়ল ২১৪তম বছরে। ওই পুজোয় মহিলারা নন, প্রতিমা বরণ করেন পুরুষরা। এটাই পুজোর রীতি। দু’শো বছরের বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে গঞ্জের জগদ্ধাত্রী পুজোয়। বৃহস্পতিবারও দেখা গেল সেই ছবি। এর পর নেওয়া হয় প্রতিমা নিরঞ্জনের উদ্যোগ।
ভদ্রেশ্বরের ওই পুজো মণ্ডপে ব্যতিক্রমী এই প্রথা দেখতে প্রতি বার ভিড় জমান অনেকেই। এ বারও দেখা গিয়েছে দর্শকদের ভিড়। ওই পুজো কমিটির সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘অনেক বছর আগে মেয়েরা বাইরে বার হতেন না। সেই কারণে ছেলেরাই মহিলা সেজে প্রতিমা বরণ করা শুরু করেন। আমাদের এই পুজোয় এমন প্রথা সেই থেকে চলে আসছে। ’’ বৃহস্পতিবার প্রতিমা বরণ পর্বে অংশ গ্রহণ করেন পুজো কমিটির সদস্যরা।