Crime

Crime: ভিডিয়োতে দেখুন! কী ভাবে হাওড়ার রাস্তায় ছিনতাই করা হল ১০ লক্ষ টাকা

বাঁকড়া পশ্চিমপাড়া মোড়ের এই ঘটনায় অবাক সকলেই। পুলিশ সূত্রে খবর, মদের দোকানের কর্মচারী বরুণ প্রামাণিককে হঠাৎই রাস্তায় আটকায় দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ১৮:৪৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

পথচলতি মানুষের চোখের সামনেই ১০ লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা রোডের বাঁকড়া এলাকায়। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজও। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি বাজারের ব্যাগ নিয়ে চলেছেন। হঠাৎই পাশ থেকে এগিয়ে আসেন একজন। যেন তাঁকে চিহ্নিত করে দিয়ে যান। কয়েক পা এগিয়ে যেতেই বাইক আরোহী দুষ্কৃতীরা ঘিরে ধরে ওই ব্যক্তিকে। টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালাতে যায়। তখনই রাস্তায় পড়ে যায় টাকার একটি বান্ডিল। সবার চোখের সামনে সেটিও তুলে নিয়ে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিনেমার কায়দায় এই ছিনতাই রোধে কী করা করা উচিত, ওই কয়েক সেকেন্ডের মধ্যে বুঝেই উঠতে পারেননি পথচারীরা।

বাঁকড়া পশ্চিমপাড়া মোড়ের এই ঘটনায় অবাক সকলেই। পুলিশ সূত্রে খবর, মদের দোকানের কর্মচারী বরুণ প্রামাণিককে সোমবার হঠাৎই রাস্তায় আটকায় দুষ্কৃতীরা। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় চোখে। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। বাইকে চেপে দু’জন এসেছিল টাকা ছিনতাই করতে। আর আগে একজন, যাকে ‘টিপার’ বলা হচ্ছে, সে দুষ্কৃতীদের সামনে বরুণকে চিহ্নিত করে দেয়। তারপরেই চড়াও হয় দুষ্কৃতীরা। আহত বরুণ বলেছেন, ‘‘৩০ বছর এই কাজ করছি।, কোনওদিন এমন ঘটনা ঘটেনি। আমি তো হতভম্ব হয়ে পড়েছিলাম।’’

Advertisement

ওই মদের দোকানের তরফ থেকে বাঁকড়া আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে ওই টিপার-সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। মদের দোকানের এক কর্মচারী, পার্থ সামন্ত জানিয়েছেন, এই টিপার প্রায়ই তাদের দোকানে আসত। প্রতিদিনই ব্যাঙ্কে যাওয়ার পথে বরুণের উপর নজর রাখত। এর আগেও একে ঘিরে সন্দেহ হওয়ায় পুলিশের কাছে খবর গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement