Howrah

Cash recovered: ব্যাগ ঘেঁটে উদ্ধার নগদ ৩৫ লক্ষ! হাওড়ায় ট্রেন থেকে নেমে বেরোনোর পথে আটক যাত্রী

আরপিএফের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। প্রমাণস্বরূপ কোনও নথিও দেখাতে পারেননি। এর পরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ২০:৪৬
Share:

হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে নগদ উদ্ধার। নিজস্ব চিত্র।

ব্যাগে ৩৫ লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে বেরনোর পথে আটক এক ব্যক্তি। হাওয়ালার মাধ্যমে টাকা পাচার হচ্ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বুধবার দুপুরে চম্বল এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্মে থামার পর জব্বলপুরের বাসিন্দা ৫২ বছরের রাজকুমার সোনি প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরোচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাগে তল্লাশি চালাতেই চোখ কপালে জওয়ানদের। উদ্ধার হয় ৩৫ লক্ষ টাকা নগদ।

এত টাকা রাজকুমারের কাছে কোথা থেকে এল? আরপিএফের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। প্রমাণস্বরূপ কোন নথিও দেখাতে পারেননি। এর পরেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। খবর দেওয়া হয় কলকাতার আয় কর দফতরে। আরপিএফ সমস্ত টাকা আয়কর দফতরের হাতে তুলে দিয়েছে। রাজকুমারকে আটক করা হয়েছে। হাওয়ালার মাধ্যমে টাকা পাচার হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে আয়কর দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement