বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হাওড়া স্টেশনে। নিজস্ব ছবি।
আবারও থরে থরে নোটের বান্ডিল উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে। এ বার প্রায় ৪০ লক্ষ টাকা মিলেছে বলে খবর রেল রক্ষী বাহিনী (আরপিএফ) সূত্রে।
আরপিএফ সূত্রে খবর, বুধবার ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে ওই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্মের রুটিন তল্লাশি চালানোর সময় টাকার বান্ডিল মেলে। টাকার ব্যাপারে কোনও সদুত্তর না মেলায় সঙ্গে সঙ্গেই আটক করা হয় ওই যাত্রীকে। ওই যাত্রীর নাম নীরজ কুমার (৪২)। তিনি বিহারের বাসিন্দা।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, নীরজের কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকার কোনও বৈধ কাগজপত্র মেলেনি। ওই টাকা তিনি কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিলেন, তারও ঠিকঠাক জবাব মেলেনি। কথাবার্তায় বিস্তর অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়। নগদ অর্থও বাজেয়াপ্ত করে আয়কর দফতরের হাতে তুলে দেন আরপিএফের আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নীরজকেও। ঘটনার তদন্ত শুরু হয়েছে।