Rachna Banerjee

‘দারুণ খেয়েছি, দশে দশ!’ স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিল চেখে প্রশংসা সাংসদ রচনার মুখে

বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদীয় এলাকা হুগলিতে আসেন রচনা। চুঁচুড়ার একটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে রান্নার প্রশংসা করেন তিনি। বলেন, “দারুণ খেয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৫:০৪
Share:

চুঁচুড়ায় স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

স্কুলে গিয়ে মিড ডে মিলের খাবার চেখে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তেল-মশলা ছাড়া খাবার খেয়ে রাঁধুনিদের প্রশংসাও করলেন। বললেন, “দারুণ খেয়েছি।” বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদীয় এলাকা হুগলিতে আসেন রচনা।

Advertisement

প্রথমে চুঁচুড়ার দু’টি কলেজে যান তিনি। তার পর চুঁচুড়ারই জ্যোতিষচন্দ্র, গরবাটি এবং অনুকুলচন্দ্র স্কুলও পরিদর্শন করেন। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কর্তৃপক্ষের সঙ্গেও সংশ্লিষ্ট স্কুলগুলির সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন তিনি।

জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন রচনা। বাচ্চাদের জন্য কী রকম রান্না হচ্ছে, তা চেখেও দেখেন। ফুলকপির ডালনা আর ভাত খেয়ে বলেন, “দশে দশ। তেল-মশলা ছাড়া এত ভাল রান্না আগে কোনও দিন খাইনি। ডাল পছন্দ করি না। তাই ফুলকপির ডালনা দিয়ে ভাত খেলাম।’’

Advertisement

একই সঙ্গে সাংসদ বলেন, “মিড ডে মিল যাঁরা রান্না করেন, তাঁরা খুব সুন্দর করে তৈরি করেন। খুব ভাল খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন। রান্নাঘরও পরিষ্কার-পরিচ্ছন্ন।” শিশুরা যথাযথ ভাবে মিড ডে মিল পাচ্ছেন কি না, তা দেখার জন্যই তাঁর এই সফর বলে জানান রচনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement