সুনীল কুমার সাউ ওরফে বাবলু। — নিজস্ব চিত্র।
ঝুলন্ত দেহ উদ্ধার হল প্যারোলে ছাড়া পাওয়া খুনের দায়ে সাজাপ্রাপ্ত এক বন্দির। রবিবার এই ঘটনা ঘটেছে হাওড়ার বেলুড়ের জয়বিবি রোড এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত যুবক দিন ২০ আগে মেদিনীপুর সংশোধনাগার থেকে প্যারোলে ছাড়া পেয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সুনীলকুমার সাউ ওরফে বাবলু (৪৫)। তিনি বেলুড়ের জয়বিবি রোডের বাসিন্দা। ২০০৮ সালে তার ভাইকে খুন করেন বাবলু। এর পর যাবজ্জীবন সাজা হয় তাঁর। বাবলু ছিলেন মেদিনীপুর সংশোধনাগারে। সম্প্রতি বাড়িতে ফেরার জন্য আবেদন করেন তিনি। দিন ২০ আগে প্যারোলে ছাড়া পান বাবলু। রবিবার তাঁর সংশোধনাগারে ফিরে যাওয়ার কথা ছিল। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বেশ কিছু ক্ষণ পরেও ঘুম থেকে ওঠেননি বাবলু। তাঁর বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করেন। এর পর বাবলুর পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় বেলুড় থানায়। পুলিশ এসে দরজা ভেঙে বাবলুর দেহ উদ্ধার করে। তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বিয়ে করলেও বিবাহবিচ্ছেদ হয়েছিল সুনীলের। এর পর খুনের দায়ে দীর্ঘ দিন সংশোধনাগারে বন্দি তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন বাবলু। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।