ধোঁয়ায় ভরা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট। — নিজস্ব চিত্র।
হাওড়ার হাসপাতালে আগুন। আতঙ্কে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন রোগীরা। ডায়ালিসিস ইউনিটে লাগানো শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থেকেই আগুন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছেছে। রোগীরা সুরক্ষিত আছেন বলেই জানা গিয়েছে।
বিকেল চারটে নাগাদ উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। বাইরে বেরিয়ে আসেন চিকিৎসারত রোগীরা। জানা গিয়েছে, হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে লাগানো এসি মেশিন ফেটে যায়। তা থেকেই আগুন বার হতে শুরু করে বলে জানিয়েছেন রোগীরা। সেই সময় ওয়ার্ডে বেশ কয়েক জন রোগী ভর্তি ছিলেন। তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তবে রোগীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।