Saif Ali Khan attacked

বান্দ্রা থেকে দাদর, সইফের বাড়ি থেকে বেরিয়ে হেডফোন কেনে দুষ্কৃতী, প্রকাশ্যে নতুন ফুটেজ

শুক্রবার সন্দেহভাজন ব্যক্তিকে ছেড়ে দেয় মুম্বই পুলিশ। এ দিকে নতুন সিসিটিভি ফুটেজে দেখা মিলেছে সইফের আক্রমণকারীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৩:০৩
Share:

(বাঁ দিকে) সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীর ছবি। সইফ আলি খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শুক্রবার সকালে মুম্বই পুলিশ সইফকাণ্ডে এক সন্দেহভাজনকে আটক করে। কিন্তু সন্ধ্যায় তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। কিন্তু সইফ আলি খানের আক্রমণকারী এখনও অধরা। তার মধ্যেই মুম্বইয়ের দাদরে এক দোকানের সিসিটিভি ফুটেজে সেই দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে।

Advertisement

গত বুধবার গভীর রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ-করিনার বাড়িতে ঢুকে পড়েন। বাধা দিতে গেলে অভিনেতার উপর চড়াও হয়ে ছুরি দিয়ে কোপান তিনি । শরীরে ছ’জায়গায় মারাত্মক আঘাত লাগে। বাড়ির সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীর ছবিও ধরা পড়ে। কিন্তু এখনও পুলিশ ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। তার মধ্যেই দাদর এলাকার এক দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই ব্যক্তির ছবি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কবুতরখানা এলাকার একটি দোকানের বাইরে মাথা নিচু করে নিজের মোবাইল দেখছেন তিনি।

তবে পুরো ফুটেজে দেখা যাচ্ছে, ‘ইকরা’ নামের একটি মোবাইল ফোনের দোকানে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। ফুটেজে তাকে একটি হেডফোন কিনতে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল নীল শার্ট এবং কালো ট্রাউজ়ার। পিঠে একটি ব্যাগ।

Advertisement

ফুটেজের তথ্য অনুযায়ি ১৬ জানুয়ারি সকাল ৯টার সময়ে ওই ব্যক্তি দাদর এলাকার ওই দোকানে প্রবেশ করেন। অর্থাৎ বান্দ্রায় সইফের বাড়ি থেকে ভোর রাতে বেরিয়েই তিনি দাদরে চলে আসেন। সূত্রের দাবি, নতুন সিসিটিভি ফুটেজ থেকে ওই ব্যক্তির সন্ধান শুরু করেছে মুম্বই পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement