Awas Yojana

আশাকর্মীর বাড়িতে আগুন হুগলিতে, আবাস যোজনার কাজে যুক্ত থাকার কারণেই হামলা বলে অভিযোগ

আবাস যোজনায় তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সমীক্ষক দলে থাকা আশাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বলাগড় শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ২২:৪২
Share:

নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজে নিযুক্ত থাকা এক আশাকর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল হুগলির বলাগড়ে। গভীর রাতে পাটের গাদায় আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে বর্তমানে জিরাট হাসপাতালে ভর্তি সরস্বতী ঘোষ নামে ওই আশাকর্মী। দাবি, আবাস যোজনার কাজে যুক্ত থাকার কারণেই সরস্বতীর বাড়িতে হামলা চালানো হয়েছে। যদিও এই ঘটনায় নির্দিষ্ট কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

আবাস যোজনায় তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সমীক্ষক দলে থাকা আশাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরও কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। সেই আবহেই এই ঘটনা ঘটল বলাগড় ব্লকের গুপ্তিপাড়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকা। সরস্বতী আয়দা ঘোষ পাড়ার বাসিন্দা। বুধবার তাঁর বাড়ির উঠোনে পাটের গাদায় আগুন লাগে। সরস্বতীর স্বামী সুদাম ঘোষের দাবি, ‘‘আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। আমার স্ত্রী আবাস যোজনার কাজে যুক্ত। সেই কারণেই কেউ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে থাকতে পারেন।’’

সরস্বতীর সহকর্মী ডলি চট্টোপাধ্যায়েরও অভিযোগ, ‘‘তথ্য যাচাইয়ের কাজ করতে গিয়ে আমাদের প্রায়ই হুমকির মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই হয়তো সরস্বতীর বাড়িতে আগুন লাগানো হয়েছে। ও তো পুড়ে মরে যেতে পারত! আমরা সমীক্ষার কাজ করতে চাই না।’’ এই দোষীদের খুঁজে বার করে শাস্তির দাবি করেছেন পঞ্চায়েতের উপপ্রধান শেখ আলমও।

Advertisement

এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তও শুরু হয়েছে। আশাকর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে বলাগ়়ড়ের বিডিও নীলাদ্রি সরকার বলেন, আশাকর্মীদের বলছি, হুমকি বা ভয় দেখানো হলে আমাদের জানান। এ ক্ষেত্রে এ রকম কোনও কিছু পাইনি এখনও। কী কারণে আগুন লেগেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement