Narayan Debnath

Narayan Debnath: ফের অসুস্থ নারায়ণ দেবনাথ, ভর্তি হাসপাতালে, পর্যবেক্ষণে চিকিৎসকদের বিশেষ দল

চিকিৎসকদের একটি বিশেষ দল আগেই তৈরি হয়েছিল। চিকিৎসকদের সেই দলটিই তাঁর চিকিৎসা করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৪:২০
Share:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারায়ণ দেবনাথ। নিজস্ব চিত্র

ফের অসুস্থ শিল্পী নারায়ণ দেবনাথ। তিনি ভর্তি রয়েছেন কলকাতার মিন্টো পার্কের পাশের এক নার্সিংহোমে। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
ওই নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আইসিইউ-তে রয়েছেন ৯৮ বছর বয়স্ক ওই শিল্পী। তাঁকে রক্ত দিতে হচ্ছে। তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে। পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে। গত বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে ২৪ ডিসেম্বর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে তাঁকে ওই নার্সিংহোমে ভর্তি করতে হয়।

Advertisement

রাজ্যের পক্ষ থেকে আগেই ওই কার্টুন শিল্পীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছিল। সেই সময় চিকিৎসকদের একটি বিশেষ দল আগেই তৈরি হয়েছিল। চিকিৎসকদের সেই দলটিই তাঁর চিকিৎসা করছে। বৃহস্পতিবার বিকেল চারটেয় তাঁকে দেখতে যাওয়ার কথা সমবায় মন্ত্রী অরূপ রায়ের। থাকতে পারেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement