হাওড়া ময়দানে ব্যবসায়ীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র
হাওড়ার মঙ্গলাহাট আগের মতোই খোলা রাখার দাবিতে ফের বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। তাঁরা হাওড়া ময়দানে অবরোধও করেন।
করোনা সংক্রমণ রুখতে মঙ্গলাহাট এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন হাটের ব্যবসায়ীরা। রবিবার প্রতি সপ্তাহের মত ব্যবসায়ীরা তাঁদের পণ্যসামগ্রী নিয়ে হাট কমপ্লেক্সের ভিতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এর পরেই হাট খোলার দাবিতে ব্যবসায়ীরা হাওড়া ময়দানে পথ অবরোধ করেন। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।
পুলিশের আশ্বাসে অবশ্য আধ ঘণ্টা পর অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। সোমবার এ নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তার পর সিদ্ধান্ত হবে হাট খোলা বা বন্ধ রাখার বিষয়ে।