Howrah Mongla Hat

Mangla Hat: মঙ্গলা হাট আগের মতো খোলা রাখার দাবিতে ফের বিক্ষোভ ব্যবসায়ীদের, ডাকা হল বৈঠক

পুলিশের আশ্বাসে অবশ্য আধ ঘণ্টা পর অবরোধ তোলেন ব্যবসায়ীরা। সোমবার এ নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১৫:০৯
Share:

হাওড়া ময়দানে ব্যবসায়ীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

হাওড়ার মঙ্গলাহাট আগের মতোই খোলা রাখার দাবিতে ফের বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। তাঁরা হাওড়া ময়দানে অবরোধও করেন।
করোনা সংক্রমণ রুখতে মঙ্গলাহাট এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন হাটের ব্যবসায়ীরা। রবিবার প্রতি সপ্তাহের মত ব্যবসায়ীরা তাঁদের পণ্যসামগ্রী নিয়ে হাট কমপ্লেক্সের ভিতরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এর পরেই হাট খোলার দাবিতে ব্যবসায়ীরা হাওড়া ময়দানে পথ অবরোধ করেন। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

Advertisement

পুলিশের আশ্বাসে অবশ্য আধ ঘণ্টা পর অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। সোমবার এ নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তার পর সিদ্ধান্ত হবে হাট খোলা বা বন্ধ রাখার বিষয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement