ATM

ATM: এ বার ডোমজুড়ে এটিএম ভেঙে ১০ লক্ষ টাকা লুঠ দুষ্কৃতীদের, শাটার খুলতেই ধরা পড়ল চুরি

দুস্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি- র ফুটেজও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২০:০৫
Share:

এটিএম ভেঙে টাকা লুঠ। প্রতীকী ছবি।

হাওড়ার ডোমজুড়ে এ বার এটিএম ভেঙে টাকা লুঠ করল দুষ্কৃতীরা। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে ডোমজুড় থানার শলপ বাজার এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে এটিএমের শাটার নামিয়ে দিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয়। এর পর এটিএম থেকে ১০ লক্ষেরও বেশি টাকা চুরি করে দুষ্কৃতীরা। সোমবার সকালে এটিএমের শাটার বন্ধ থাকায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তখন পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখতে পায়, এটিএম ভাঙা। ভিতরে পড়ে রয়েছে একটি গ্যাস কাটার।

Advertisement

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি- র ফুটেজও। কয়েক মাস আগেই হাওড়ার লিলুয়ায় একটি এটিএম লুঠের চেষ্টা হয়েছিল। সেই সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement