Pond Filling

ফেরানো হল সেই পুকুর

বৃহস্পতিবার ব্লকের ভূমি আধিকারিক অনুপম চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে মাটি কাটার যন্ত্র আনিয়ে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৪ ০৯:২০
Share:

পুকুর থেকে মাটি তোলা হচ্ছে। নিজস্ব চিত্র।

বেআইনি ভাবে একটি ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল শ্যামপুর ২ ব্লকের বাছরি পঞ্চায়েতের দেওড়া কলাতলা সংলগ্ন এলাকায়। বুধবার সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। এরপরেই নড়ে বসল প্রশাসন। মাটি খুঁড়ে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হল।

Advertisement

বৃহস্পতিবার ব্লকের ভূমি আধিকারিক অনুপম চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে মাটি কাটার যন্ত্র আনিয়ে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এই কাজে খুশি গ্রামবাসী। তাঁরা ওই পুকুর ব্যবহার করেন। সেখানে প্রতিমা বিসর্জনও দেওয়া হয়। অনুপম বলেন, ‘‘গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ও খবরের কাগজে প্রতিবেদন দেখে সঙ্গে সঙ্গে তদন্ত করি। পুকুরের মালিককে ডেকে পাঠাই। সব কাগজপত্র দেখে, পুকুর হিসেবে যতখানি অংশ চিহ্নিত রয়েছে দাগ নম্বরে, সেই অংশ থেকে মাটি তুলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এরপরেও যদি কোথাও বেআইনি ভাবে পুকুর বোজানো হয়, তা হলে সেই এলাকা থেকে ব্লকে খবর দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement