Hooghly Road Accident

সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল ট্রাক, হুগলির ব্যান্ডেলে ধাওয়া করে চালককে ধরল জনতা

স্থানীয়দের একাংশের বক্তব্য, ধাক্কা মারার পরেই দ্রুত ট্রাক নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন চালক। কয়েক জন যুবক ধাওয়া করে ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৪ ১১:১৫
Share:

রাস্তায় পড়ে নিহত তরুণীর দেহ। —নিজস্ব চিত্র।

এক সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল সিমেন্টবোঝাই ট্রাক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল মোড় এলাকায়। ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক জিটি রোড ধরে ব্যান্ডেল মোড় থেকে সাহাগঞ্জের দিকে যাচ্ছিল। এক তরুণী সাইকেল নিয়ে জিটি রোড ধরেই লিচুবাগান এলাকার দিকে যাচ্ছিলেন। পিছন দিক থেকে ট্রাকটি ওই তরুণীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। সেখানেই নিহত তরুণীর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের একাংশের বক্তব্য, ধাক্কা মারার পরেই দ্রুত ট্রাক নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন চালক। কয়েক জন যুবক ধাওয়া করে ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করে। পরে ওই চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় জিটি রোডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রিম্পা হরিজন। বয়স ২০। তাঁর বাড়ি ব্যান্ডেল লোকপাড়া এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায় বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। তরুণীর পরিবারকে সমবেদনা জানাই।” স্থানীয়দের বক্তব্য, দীর্ঘ দিন ধরেই এলাকায় মালবাহী গাড়িগুলি বেপরোয়া গতিতে চলাফেলা করে। আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement