রাস্তার ধারে বসে বৃহস্পতি। নিজস্ব চিত্র।
রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগের দাবিতে আন্দোলনে যোগ দিতে এসেছিলেন তিনি। মঙ্গলবার সেই মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময়ে ‘মোবিলিটি স্টিক’ (দৃষ্টিহীন ব্যক্তিরা যে লাঠি ব্যবহার করেন) হারিয়ে বিপাকে পড়েন পুরুলিয়ার বছর ছাব্বিশের বৃহস্পতি মাহাতো। তাঁর অভিযোগ, পুলিশই ওই লাঠি ফেলে দিয়েছে।
তিনি জানান, রাস্তার ধারে অসহায় অবস্থায় তিনি দীর্ঘক্ষণ বসে ছিলেন। পরে স্থানীয়দের উদ্যোগে সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ দিন রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বৃহস্পতি বলেন, ‘‘অভাবের সঙ্গে লড়ে পড়াশোনা করেছি। চাকরির দাবিতে কথা বলাটা কি অন্যায়?’’
এই ঘটনার নিন্দায় সরব হয়েছে প্রতিবন্ধী সংগঠন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য কমিটির সদস্য অজয় দাস বলেন, ‘‘যে হাজার হাজার চাকরি বিক্রি হয়েছে, তার মধ্যে প্রতিবন্ধী মানুষের জন্য সংরক্ষিত চার শতাংশ চাকরিও আছে। অতএব দৃষ্টিহীন চাকরিপ্রার্থীর আবেদন যুক্তিসঙ্গত। পুলিশ ওই দৃষ্টিহীনের মোবিলিটি স্টিক কেড়ে নিয়ে অন্যায় করেছে।’’
অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কর্তা বলেন, ‘‘এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’