ছুরির আঘাতে নাবালক খুন উলুবেড়িয়ায়

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২৩:৪৭
Share:

ছুরির আঘাতে খুন নাবালক। উলুবেড়িয়া চেঙ্গাইল কলাবাগান এলাকার ঘটনা।

Advertisement

মৃত কিশোরের নাম বাপন মান্না (১৭)। তিনি স্থানীয় একটি জুটমিলের কর্মী ছিলেন। বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়ার চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ করা নিয়ে দু’দল যুবকের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। তখনকার মতো বচসা মিটে গেলেও মৃতের পরিবারের অভিযোগ, রাত ২টো নাগাদ বাপনের দাদার খোঁজে স্থানীয় দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ওই এলাকায় আসেন। আকাশ এবং সাগর দু’জনে সম্পর্কে দাদা ও ভাই। দু’জনেই এলাকায় দাদাগিরি করতেন। একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার জন্য পুলিশের খাতায় দু’জনেরই নাম আছে।

পুলিশ সূত্রে খবর, দাদাকে খুঁজে না পেয়ে তাঁর ভাই বাপনকে দেখতে পেলে তাঁরা তাঁর উপর হামলা চালান। পেটে ছুরির আঘাত নিয়ে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। তবে অভিযুক্ত দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ঘটনার পর থেকে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement