Fraud

Fraud: মানবাধিকার কমিশনের আধিকারিক সেজে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! অভিযোগ ডানকুনিতে

চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিজেকে মানবাধিকার কমিশনের সচিব বলেই পরিচয় দিতেন দেবমাল্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডানকুনি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ২২:০০
Share:

—নিজস্ব চিত্র।

‘ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশন’ নামে স্বেচ্ছাসেবী অফিস খুলে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল হুগলির ডানকুনিতে। রবীন্দ্র নগর এলাকার বাসিন্দা দেবমাল্য সেনগুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জনা কুড়ি জন চাকুরিপ্রার্থী টাকা ফেরত চাইতে গেলে বাড়িতে দেবমাল্যের দেখা পাননি। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

Advertisement

চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিজেকে মানবাধিকার কমিশনের সচিব বলেই পরিচয় দিতেন দেবমাল্য। কেন্দ্র সরকারের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিতেন। এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘প্রথমে মানবাধিকার কমিশনের কার্ড তৈরি করে দিত সাড়ে বারো হাজার টাকার বিনিময়ে। প্রার্থীদের প্রতিশ্রুতি দিত, ওই কার্ড দেখিয়ে আমরা নাকি সাড়া ভারত ঘুরতে পারব।’’

আর এক অভিযোগকারী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের চাকরির প্রলোভন দেওয়া হত এবং চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা নেওয়া হত। গত পাঁচ বছর ধরে এই ভাবেই চলছিল প্রতারণা। গত পাঁচ বছর ধরেই এ ভাবেই কারবার চালানোর পর গত আট মাস ধরে তাঁর কোনও পাত্তা নেই ওঁর। রোজ আসছি আর ফিরে যাচ্ছি।’’

Advertisement

এ দিকে অভিযুক্তের স্ত্রী শর্মিলা সেনগুপ্ত বলেন, ‘‘আমার স্বামী এই ধরণের কোনও কাজ করেনি। সে-ও চাকরির জন্য অভিক দত্ত নামে কলকাতা হাই কোর্টের এক উকিলকে চাকরির জন্য টাকা দিয়েছে। সব টাকা ওই ব্যক্তির কাছেই দেওয়া আছে।’’

দেবমাল্যের পরিবারকে অভিযোগকারীরা পরিষ্কার জানিয়েও দেন, দেবমাল্য টাকা ফেরত না দিলে তাঁরা পুলিশে অভিযোগ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement