(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন যশপ্রীত বুমরা। একই সঙ্গে তিনি স্পর্শ করেছেন রবিচন্দ্রন অশ্বিনের একটি রেকর্ডও। যা মেলবোর্ন টেস্টের আগে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে ভারতীয় দলের।
বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টের আগে আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় আবার শীর্ষে উঠে এলেন বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করার পুরস্কার পেলেন তিনি। একই সঙ্গে বুমরা স্পর্শ করেছেন অশ্বিনের একটি রেকর্ডও। বুমরার রেটিং পয়েন্ট ৯০৪। বুমরার ক্রিকেটজীবনের এটাই সেরা রেটিং পয়েন্ট। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট এত দিন ছিল অশ্বিনের। তাঁরও সর্বোচ্চ ছিল ৯০৪ পয়েন্ট। বুমরা ক্রমতালিকায় শীর্ষস্থান ফিরে পাওয়ার পাশাপাশি সেই রেকর্ডও স্পর্শ করেছেন।
টেস্ট বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কাগিসো রাবাডা। তৃতীয় স্থানে জশ হেজ়লউড। চতুর্থ স্থানে রয়েছেন প্যাট কামিন্স। আর পঞ্চম স্থানে অবসর নেওয়া অশ্বিন। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনি রয়েছেন দশম স্থানে।
বুমরা নতুন নজির গড়লেও ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার আরও পিছিয়ে গিয়েছেন ক্রমতালিকায়। আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় রোহিত শর্মা, বিরাট কোহলি ছাড়াও পিছিয়েছেন যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং শুভমন গিলও। পার্থ টেস্টের দু’নম্বরে থাকা যশস্বী নেমে এসেছেন পাঁচ নম্বরে। দু’ধাপ পিছিয়ে পন্থ এখন ১১ নম্বরে। শুভমন ক্রমতালিকায় পিছিয়েছেন চার ধাপ। তিনি রয়েছেন ২০ নম্বরে। এক ধাপ নেমে কোহলি ২১ নম্বরে এবং পাঁচ ধাপ পিছিয়ে রোহিতের জায়গা হয়েছে ৩৫ নম্বরে।
ভারতীয় দলের পাঁচ জন ব্যাটার আইসিসির ক্রমতালিকায় পিছিয়ে গেলেও উন্নতি করেছেন লোকেশ রাহুল। বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে প্রথম একাদশে অনিশ্চিত রাহুল ১০ ধাপ উঠে এসে ৪০ নম্বরে রয়েছেন। তিনটি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ২৩৫ রান। এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে তিনিই ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্রিসবেনে ভাল রান করার পুরস্কার পেয়েছেন জাডেজাও। তিনি ন’ধাপ এগিয়ে রয়েছেন ৪২ নম্বরে। ফলে বুমরার সাফল্য দলের আত্মবিশ্বাস কতটা বৃদ্ধি করতে পারবে, তা নিয়ে সংশয় থাকছেই।