swimming pool

Death: সাঁতার শেখার সময় হাওড়ার সুইমিং পুলে ডুবে মৃত্যু শিশুর

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাঁতার কাটতে গিয়ে সুইমিং পুলের জল খেয়ে ফেলেই এই বিপত্তি ঘটে। অতিরিক্ত জল খেয়ে ফেলে অচৈতন্য হয়ে পড়ে বিদীপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২১:১৪
Share:

বিদীপ্ত ঘোষ। —নিজস্ব চিত্র।

সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলের জলে তলিয়ে গিয়ে মারা গেল হাওড়ার এক শিশু। শুক্রবার সাঁতার কাটার সময় ওই দুর্ঘটনায় কার গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম বিদীপ্ত ঘোষ (৯)। শুক্রবার বিকেলে তার মায়ের সঙ্গে হাওড়ার স্বামীজি সংঘ ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে এসেছিল সে। সে সময় তার সুইমিং পুলে প্রশিক্ষক ছাড়া অন্যান্য শিশুও ছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাঁতার কাটতে গিয়ে সুইমিংপুলের জল খেয়ে ফেলেই এই বিপত্তি ঘটে। অতিরিক্ত জল খেয়ে ফেলে অচৈতন্য হয়ে পড়ে বিদীপ্ত। প্রশিক্ষকদের নজরে আসার আগেই অচৈতন্য হয়ে পড়েছিল সে। ঘটনাটি নজরে পআসতেই প্রশিক্ষকেরা বিদীপ্তকে পুল থেকে টেনে বার করেন। এর পর তার পেট থেকে জল বার করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু, তা সত্ত্বেও গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি।

Advertisement

বিদীপ্তকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা বিদীপ্তকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চ্যাটার্জি হাট থানার পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা হল এবং কার গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement