West Bengal Municipal Election 2022

Municipal Election 2022: দক্ষিণ দমদম ও শ্রীরামপুরের একটি বুথে পুনর্নির্বাচন মিটল শান্তিপূর্ণ ভাবে

শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ড ৭ নম্বর বুথে ৯৫২ জন ভোটার এই বুথের মোট ভোট দেন ৭১৩ জন। ভোট শেষে তিন প্রার্থীকে দেখা যায় বুথের সামনে পাশাপাশি বসে থাকতে। 

Advertisement

নিজস্ব সংবাদাতা

হুগলি শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ২২:৪৫
Share:

ফাইল চিত্র।

শান্তিতেই মিটল শ্রীরামপুর এবং দক্ষিণ দমদম পুরসভার একটি বুথের পুনর্নির্বাচন। শ্রীরাপুরে ভোট পড়ল ৭৪.৮৯ শতাংশ। অন্যদিকে দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর বুথে ভোট পড়েছে ২৩.৬%।

Advertisement

শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ড ৭ নম্বর বুথে ৯৫২ জন ভোটার এই বুথের মোট ভোট দেন ৭১৩ জন। ভোট শেষে তিন প্রার্থীকে দেখা যায় বুথের সামনে পাশাপাশি বসে থাকতে। সিপিএম প্রার্থী ভারতী সেন, তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা দাস ও বিজেপি প্রার্থী রিঙ্কু বন্দ্যোপাধ্যায় সারাদিন বুথ ছেড়ে কোথাও নড়েননি।

প্রসঙ্গত মাহেশের এই বুথে ভোটের দিন ব্যাপক অশান্তি হয়। বাম-তৃণমূল পরস্পরের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করে। ভোট শেষে ইভিএম নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের পক্ষ থেকে ২৫ নম্বর ওয়ার্ডের তিনটি বুথে পুনর্নির্বাচন দাবী করা হয়। রাজ্য নির্বাচন কমিশন মাহেশ কলোনীর সাত নম্বর বুথে পুননির্বাচন করতে বলে। সেই মত মঙ্গলবার ভোট নেওয়া হয় কড়া পুলিশি নিরাপত্তায়। দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর বুথে ভোট হয় কড়া নিরাপত্তায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement