Virat Kohli

বিরাট আবার আইপিএলে নেতৃত্বে? সুযোগ পেয়েও গত বারের অধিনায়কের জন্য দরই হাঁকল না বেঙ্গালুরু

পরের বছর আইপিএলে কি আবার দেখা যেতে পারে অধিনায়ক বিরাট কোহলিকে? সোমবার মহা নিলামের দ্বিতীয় দিনে আচমকাই এই সম্ভাবনা দেখা দিয়েছে। ফাফ ডুপ্লেসিকে কেনার কোনও চেষ্টাই করেনি আরসিবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:১৯
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

পরের বছর আইপিএলে কি আবার দেখা যেতে পারে অধিনায়ক বিরাট কোহলিকে? সোমবার মহা নিলামের দ্বিতীয় দিনে আচমকাই এই সম্ভাবনা দেখা দিয়েছে। গত তিন বছর আইপিএলে বেঙ্গালুরুকে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই ফাফ ডুপ্লেসি পরের তিন বছর খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তাঁকে ধরে রাখার কোনও চেষ্টাই করেনি তারা। ফলে এর পরে বেঙ্গালুরুর অধিনায়ক কে হবেন তাই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেখানেই ভেসে উঠেছে কোহলির নাম।

Advertisement

সোমবার নিলামে চার নম্বরে ওঠে ডুপ্লেসির দাম। তাঁকে অধিনায়ক করার জন্যই তিন বছর আগে কিনেছিল বেঙ্গালুরু। এ বার প্রায় অবিক্রিতই থেকে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। শেষ মুহূর্তে ২ কোটির বেস প্রাইসে রাজি হয়ে ‘প্যাডল’ তোলে দিল্লি। অন্য কোনও দল আগ্রহই দেখায়নি। আরসিবি-র কাছে জিজ্ঞাসা করা হয় তারা ‘রাইট-টু-ম্যাচ’ বা আরটিএম কাজে লাগাবে কি না। আরসিবি রাজি হয়নি। ফলে দু’কোটিতেই ডুপ্লেসিকে পেয়ে যায় দিল্লি।

২০২১ সালের আইপিএল শেষ হওয়ার আগেই কোহলি বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত আরসিবি-র হয়ে খেলে যাব। গত ন’বছরে অনেক আনন্দ, হতাশা এবং সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেই। সবাইকে ধন্যবাদ নিঃশর্ত ভাবে আমার পাশে থাকার জন্য। এই দলের প্রতি আমি আজীবন দায়বদ্ধ থাকব।”

Advertisement

নিলামের আগে আরসিবি যাঁদের ধরে রেখেছে এবং নিলামে যাঁদের কিনেছে তাঁদের মধ্যে কাউকেই ভবিষ্যতের অধিনায়ক বলে মনে করা হচ্ছে না। কোহলি বাদে কোনও বড় নামই নেই দলে। গত বারের দলের আর এক নায়ক গ্লেন ম্যাক্সওয়েলও চলে গিয়েছেন পঞ্জাবে। কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মতো উল্লেখযোগ্য কোনও নামই নেই।

জল্পনা আরও বেড়েছে আরসিবি-র ক্রিকেট ডিরেক্টর মো বোবাটের মন্তব্যে। সোমবার তিনি বলেছেন, “বিরাট এই দলের কেন্দ্রীয় চরিত্র। দলের বর্ষীয়ান সদস্য। তবে অধিনায়কত্ব নিয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। পরে দেখা যাবে। তবে গত কাল ও আমাদের বেশ কিছু বার্তা পাঠিয়েছিল। যাদের কেনা হয়েছে তাদের নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement