Chandannagar

চন্দননগরে ‘দুয়ারে টিকা’ কর্মসূচিতে ১০৫ বছর বয়সি বৃদ্ধকে টিকা

চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে ও পুরসভার সহযোগিতায় এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ২১:১৮
Share:

১০৫ বছর বয়সি বৃদ্ধকে টিকা নিজস্ব চিত্র

চন্দননগরে ৮০ ঊর্দ্ধ নাগরিকদের জন্য ‘দুয়ারে টিকা’ কর্মসূচি শুরু হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১০৫ বছর বয়সি এক বৃদ্ধকে টিকা দেওয়া হয় তাঁর বাড়িতে গিয়ে। টিকাপ্রাপকের নাম হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

Advertisement

চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে ও পুরসভার সহযোগিতায় এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।

ইন্দ্রনীল সেনের অফিস সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই টিকাদান কর্মসূচি হচ্ছে। সকল প্রবীণ নাগরিক এই কর্মসূচির সুবিধা পাবেন। মন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এই কর্মসূচি বাস্তবায়িত করেছেন বলেও জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement