Howrah

Howrah Fake Doctor: ডিগ্রি, রেজিস্ট্রেশন ছাড়াই দাঁতের চিকিৎসা! হাওড়ায় পুলিশের জালে জোড়া ‘ভুয়ো’ চিকিৎসক

ডেন্টাল কমিশনের তরফে দু’জনের বিরুদ্ধে সিআইডি-র কাছে অভিযোগ জানানো হয়। সিআইডি জানায় হাওড়া সিটি পুলিশকে। সিটি পুলিশ গ্রেফতার করে তাঁদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৬:৪৩
Share:

পুলিশের জালে দুই ‘ভুয়ো’ চিকিৎসক। নিজস্ব চিত্র।

ফের পুলিশের জালে ‘ভুয়ো’ ডাক্তার। এ বার স্থান হাওড়া। ডিগ্রি, রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘদিন ধরে রোগী দেখার অভিযোগে বুধবার রাতে দুই ‘ভুয়ো’ চিকিৎসককে গ্রেফতার করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। বৃহস্পতিবার আদালত তাঁদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

হাওড়ার কালীবাবুর বাজার এলাকার বাসিন্দা পীযূষ দাস ও লিলুয়া রবীন্দ্র সরণির বাসিন্দা নীরজনাথ গুপ্ত। অভিযোগ, নিজেদের দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বহু মানুষের চিকিৎসা করেছেন এই দু’জন। কিন্তু কারও কাছেই নেই বৈধ সার্টিফিকেট, ডিগ্রি কিংবা রেজিস্ট্রেশন।

Advertisement

সম্প্রতি, ডেন্টাল কমিশনের তরফে দু’জনের বিরুদ্ধে সিআইডি-র কাছে অভিযোগ জানানো হয়। সিআইডি বিষয়টি জানায় হাওড়া সিটি পুলিশকে। তদন্তে নেমে দেখা যায়, কোনও বৈধ ডিগ্রি বা নথি ছাড়াই নিজেদের দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এই দু’জন। বুধবার রাতে হাওড়া সিটি পুলিশ পীযূষ ও নীরজনাথকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার ধৃত দুই ভুয়ো চিকিৎসককে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement