Hooch tragedy

Hooch Tragedy: ২০১১-র বিষমদ-কাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড, ঘটনায় মারা গিয়েছিলেন ১৭৩ জন

২০১১ সালের ১৩ ডিসেম্বর ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৭৩ জনের। শনিবার আলিপুর আদালত এই মামলায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৫:৩২
Share:

খোঁড়া বাদশা। ফাইল চিত্র।

২০১১ সালের মগরাহাট বিষমদ-কাণ্ডের মামলার মূল অভিযুক্ত নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করল আলিপুর আদালত। সোমবার সাজা ঘোষিত হয়।

২০১১ সালের ১৩ ডিসেম্বর বিষমদ-কাণ্ডের ওই ঘটনায় তিন দিনে মৃত্যু হয়েছিল ১৭৩ জনের। পরবর্তী সময়ে অসুস্থ আরও কয়েকজনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। শনিবার আলিপুর আদালত এই মামলায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করে।

Advertisement

২০১১-র ১৪ ডিসেম্বর সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের সংগ্রামপুর, উস্তি এবং মন্দিরবাজার থানা এলাকায় একের পর এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তিন দিনে ১৭৩ জন মারা যান। চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারান ১০ জন। ময়না-তদন্তের রিপোর্টে জানা যায়, মদে বিষক্রিয়ায় সকলের মৃত্যু হয়েছে। ঘটনার পরে পুলিশ গ্রেফতার করে খোঁড়া বাদশাকে।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement