—ফাইল চিত্র।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে। আগামী ১২ ঘণ্টায় যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে। আগামী ১২ ঘণ্টায় যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূমের দু’একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার দু’একটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের দু’একটি এলাকায়। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার দু’একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি কলকাতার নিচু এলাকা জলমগ্ন হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।
গত কয়েক দিন ধরেই দফায় দফায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। যার জেরে খানিকটা স্বস্তি পেয়েছেন রাজ্যবাসী। তবে রবিবার থেকে আবার গরমে অস্বস্তি বেড়েছে। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।