আরজি কর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বুধবার আরজি কর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে হবে এই মামলার শুনানি। শিয়ালদহ আদালত ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আজীবন জেলের শাস্তি দেওয়ার পরে সুপ্রিম কোর্টে এই প্রথম মামলার শুনানি হচ্ছে ।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে খুন এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এই কাণ্ডে দু’টি বিষয়ে মামলা চলছে। একটি হল, মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলা। অন্যটি, আর্থিক দুর্নীতির মামলা। দু’টি মামলা স্বতঃপ্রণোদিত ভাবেই শুনবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
প্রথমে ওই মামলার শুনানি হত প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর গত ডিসেম্বরে এই মামলা প্রথম বার শুনেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। প্রধান বিচারপতির বেঞ্চ শুনানির প্রথমেই মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়েছিল। সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা এর পর সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিপোর্ট জমা দিয়েছিলেন।
সেই রিপোর্ট পড়তে পড়তেই প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন, ‘‘নিম্ন আদালতে মামলা কী অবস্থায় রয়েছে?’’ আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় গত শনিবার শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। সোমবার তাঁর আজীবন জেলের শাস্তি হয়েছে। কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি, একা সঞ্জয় নন, অপরাধের জড়িত রয়েছেন আরও ব্যক্তি। শিয়ালদহ আদালত রায় ঘোষণার আগেই চলতি মাসের গোড়ায় ‘আরও তদন্ত চেয়ে’ শীর্ষ আদালতে আবেদনের কথা জানিয়েছিলেন তাঁরা।
প্রসঙ্গত, বুধবার আরজি কর মামলায় রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাই কোর্টও। বুধবার সকালে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। আরজি করের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনে শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। বুধবার তারই শুনানি।