UEFA Champions League

চার গোল হজম করে পাঁচ গোল দিল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-য় লিভারপুল

খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পর্যন্ত ২-৪ গোলে পিছিয়ে থাকলেও ভাল ফুটবল খেলে চ্যাম্পিয়ন্স লিগে জিতল বার্সেলোনা। বেনফিকাকে হারাল ৫-৪ গোলে। পৌঁছে গেল শেষ ১৬-য়। লিভারপুলও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১০:৪৬
Share:

বার্সেলোনার খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স।

খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পর্যন্ত ২-৪ গোলে পিছিয়ে ছিল তারা। তার পরেই ভাল ফুটবল খেলে চ্যাম্পিয়ন্স লিগে জিতল বার্সেলোনা। মঙ্গলবার রাতে বেনফিকাকে হারাল ৫-৪ গোলে। হান্সি ফ্লিকের ছেলেরা পৌঁছে গেল শেষ ১৬-য়। লিভারপুলও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।

Advertisement

পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে প্রথমার্ধে হ্যাটট্রিক করেন ভানজেলিস পাভলিডিস। বার্সা গোলকিপার উজসিয়েচ শেজ়নি দু’টি বড় ভুল করেন। তবে পেনাল্টি থেকে রবার্ট লেয়নডস্কির জোড়া গোল, এরিক গার্সিয়া এবং রাফিনহার জোড়া গোলে সম্মান বাঁচিয়েছে বার্সা। নিশ্চিত করেছে শেষ ষোলোয় খেলাও।

ম্যাচের পর ফ্লিক বলেছেন, “পাগলের মতো একটা ম্যাচ হল। বেনফিকা প্রথমার্ধে ভাল খেলেছে। আমরা অনেক ভুল করেছি। তবে আমার দলের মানসিকতার প্রশংসা করব। ওরা সব সময়ে নিজেদের উপরে বিশ্বাস রাখে। অবিশ্বাস্য ভাবে ম্যাচে ফিরে এল।”

Advertisement

ম্যাচের দ্বিতীয় মিনিটে বেনফিকাকে এগিয়ে দেন পাভলিডিস। আলেজ়‌ান্দ্রো বালদেকে ফাউল করেন বেনফিকা ডিফেন্ডার টমাস আরাউখো। পেনাল্টি থেকে সমতা ফেরান লেয়নডস্কি। শেজ়নির ভুলে আবার এগিয়ে যায় বেনফিকা। একটি বল ধরতে গিয়ে সতীর্থ বালদের সঙ্গে সংঘর্ষ হয় শেজ়নির। পাভলিডিস সেই বল ধরে ফাঁকা গোলে ঠেলে দেন। কিছু ক্ষণ পরে আবার ভুল করেন শেজ়নি। এ বার বিপক্ষের কেরেম আকতুরকোগ্লুকে ফাউল করেন বক্সে। পেনাল্টি থেকে ৩-১ গোলে পাভলিডিস।

রাফিনহা দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিলেও বেনফিকা ৪-২ করে আরাউখোর সৌজন্যে। তবে শেষ ১৫ মিনিটে ঝড় তুলে দিয়ে বেনফিকাকে হারিয়ে দেয় বার্সা।

লিভারপুল ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে লিলকে। মহম্মদ সালাহ এগিয়ে দিয়েছিলেন লিভারপুলকে। সেই গোল শোধ করেন লিলের জোনাথন ডেভিড। তবে হার্ভে এলিয়টের গোল লিভারপুলের জয় নিশ্চিত করে।

সাতটি ম্যাচ খেলে প্রতিটি জিতেছে লিভারপুল। ২১ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে। দ্বিতীয় স্থানে বার্সা। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। তাঁদের পয়েন্ট ১৫। তবে প্যারিস সঁ জরমঁ, ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলি এখনও শেষ ষোলোর বাইরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement