চলতি বছরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শিল্পপতি গৌতম আাদানির কনিষ্ঠ পুত্র জিৎ আদানি। তাঁর বাগ্দত্তা দিভা জৈমিন শাহকে বিয়ে করবেন তিনি। আদানি-পুত্রের বিয়ে বলে কথা! দেশ-বিদেশের তারকাদের ঢল নামবে সেখানে। বিভিন্ন ধরনের বিলাসবহুল আয়োজনও করা হয়েছে অতিথিদের জন্য।
২০২৩ সালের মার্চ মাসে গুজরাতের আহমদাবাদে আংটিবদল হয়েছিল জিৎ এবং দিভার। দিভার পিতা পেশায় হিরে ব্যবসায়ী। বাগ্দানের অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধবেরাই নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন।
গুঞ্জন শোনা যাচ্ছে, হলি গায়িকা টেলর সুইফ্টকে পুত্রের বিয়েতে শিল্পী হিসাবে আমন্ত্রণ জানাতে পারেন গৌতম। জিতের বিয়ে উপলক্ষে মঞ্চে গানও গাইতে পারেন টেলর।
শুধু টেলর একা-ই নন। আদানি-পুত্রের বিয়ের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন সেলেনা গোমেজ়, সিডনি সুইনি, কেন্ডেল জেনার এবং কাইলি জেনারের মতো তারকারা।
একাংশের দাবি, টেলরের পাশাপাশি আদানির পুত্রের বিয়েতে মঞ্চে গান গাইতে পারেন ট্র্যাভিস স্কট এবং হানি সিংহের মতো গায়ক।
শোনা যাচ্ছে, অতিথিদের যাতায়াতের সুবিধার জন্য এক হাজার বিলাসবহুল গাড়ির আয়োজন করবেন গৌতম।
বিয়ে উপলক্ষে অনুষ্ঠানবাড়িতে নজরকাড়া রঙ্গোলি আঁকা থাকবে বলেও শোনা যাচ্ছে। সেই রঙ্গোলি নাকি আকারে এতই বড় হবে যে তা আঁকার জন্যই হাজার হাজার শিল্পীর প্রয়োজন হবে। শোনা যাচ্ছে, প্রায় ২০ থেকে ৫০ হাজার শিল্পী সেই রঙ্গোলি আঁকবেন।
খাওয়াদাওয়ার আয়োজনও থাকবে বিপুল। মেনুতে থাকবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের খাবার। ৫৮টি দেশ থেকে রন্ধনশিল্পীরা নাকি আসবেন আদানির পুত্রের বিয়েতে।
জিৎ এবং দিভার বিয়ে উপলক্ষে রাতে একটি ‘ড্রোন শো’য়ের আয়োজন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।
পড়াশোনা শেষ করে ২০১৯ সালে পারিবারিক ব্যবসা সামলাতে শুরু করেন জিৎ। এখনও তিনি ব্যবসার সঙ্গেই যুক্ত রয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জিৎ এবং দিভার। দু’দিন ধরে চলেছিল সেই অনুষ্ঠান।
শোনা যাচ্ছে, চলতি বছরে আরও একটি প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করবেন গৌতম। সেখানে অতিথিদের জন্য হোলির আয়োজনও করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি আদানির পুত্রের।
২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী। খরচ এবং চমকের দিক থেকে আদানি পুত্রের বিয়েতে অম্বানীকে টেক্কা দিতে পারেন কি না সেটাই দেখার।
গৌতম অবশ্য জানিয়েছেন, ছেলের বিয়েতে তেমন জাঁকজমক চাইছেন না তিনি। সম্প্রতি প্রয়াগরাগের কুম্ভমেলায় গিয়েছিলেন গৌতম। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমার ছেলের বিয়ে খুব সাধারণ ভাবে চিরাচরিত রীতি মেনে হবে। তাই এখানে আশীর্বাদ নিতে এসেছি।’’ পুত্রের বিয়েতে তারকাদের ঢল নামবে কি না তা প্রশ্ন করায় শিল্পপতি বলেন, ‘‘একদমই নয়। পরিবারের লোকজনদের নিয়েই বিয়ের অনুষ্ঠান হবে।’’