জ্যোতিপ্রিয় মল্লিক। —ফাইল চিত্র
রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্বাস্থ্য রিপোর্ট জমা পড়ল কলকাতা হাই কোর্টে। বুধবার প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারের তরফে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য রিপোর্ট জমা করা হয়। আদালত জানায়, ওই স্বাস্থ্য রিপোর্ট খতিয়ে দেখতে পারবে ইডি। আগামী ১৩ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই রিপোর্ট নিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আগের শুনানিতে জ্যোতিপ্রিয়ের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভাল নেই। কিডনির সমস্যা রয়েছে। গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয়। জেলে যাওয়ার পর থেকে কিডনি পরীক্ষা করানো হয়নি। ফলে কিডনির অসুখের বর্তমান অবস্থা জানা নেই। এখন প্রয়োজনে যে কোনও চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে। ইডির আইনজীবী পাল্টা বলেছিলেন, জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষার আদৌ প্রয়োজন রয়েছে কি না জানা নেই। হাই কোর্টে তাঁর সওয়াল, এর আগে শারীরিক পরীক্ষার সময় কোনও চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার কথা উল্লেখ করেননি। ইডির কৌঁসুলির আরও বক্তব্য ছিল, প্রথমে জেল কর্তৃপক্ষের কাছ থেকে জ্যোতিপ্রিয়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক। দুই পক্ষের বক্তব্য শোনার পরেই উচ্চ আদালত প্রেসিডেন্সি জেলের কাছ থেকে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা জানতে চায়।
২৬ অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয়, যিনি বালু নামে সমধিক পরিচিত। এর আগে একাধিক বার শারীরিক অসুস্থতার কথা জামিন চেয়েছেন জ্যোতিপ্রিয়। তবে এখনও তাঁর জামিন মঞ্জুর করেনি আদালত।