Calcutta High Court

SSC: গ্ৰুপ-ডি নিয়োগে অনিয়ম, অভিযুক্তকে দ্রুত ডেকে সিবিআইকে তদন্ত শুরুর নির্দেশ

আদালতের বক্তব্য, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে। তাই বৃহস্পতিবারই তাঁকে জেরা করতে হবে নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ফের এই মামলার শুনানি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১২:২৩
Share:

প্রতীকী ছবি।

গ্ৰুপ-ডি নিয়োগে অনিয়মে কড়া পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে রাত ১২টার মধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জিজ্ঞাসাবাদে কী উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শুক্রবার সকালে তা জানাতে হবে আদালতে।

Advertisement

আদালতের বক্তব্য, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে। তাই বৃহস্পতিবারই তাঁকে জেরা করতে হবে নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ফের এই মামলার শুনানি।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রকাশিত হয় গ্রুপ ডি-তে ৯৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি। ৪ মে ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, ৯০ জনের নাম প্যানেলে নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement