Governor

West Bengal Municipal Election 2021: হাওড়া-বিলে রাজ্যপালের সই: প্রশাসন, রাজভবন, শুভেন্দুর দাবিতে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা

‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) ২০২১’ বিলে রাজ্যপাল সই করেছেন বলে শুক্রবার কলকাতা হাই কোর্টে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ২১:১৬
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল ছবি।

শুক্রবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতা হাই কোর্টে বলেন, হাওড়া ও বালি পুরসভার বিলে সই করেছেন রাজ্যপাল। কিন্তু বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে দাবি করেন, রাজ্যপাল তাঁকে বলেছেন, ওই বিলে তিনি সই করেননি। এ নিয়ে রাজ্যপালের টুইটের ভাষা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ফলে আদৌ হাওড়া ও বালি পুরসভার বিলে রাজ্যপাল সই করেছেন কি না তা নিয়ে ব‌্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) ২০২১’ বিলে রাজ্যপাল সই করেছেন বলে শুক্রবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চকে জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। ঘটনাচক্রে শুক্রবারই বিকেলে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। বেরিসে এসে শুভেন্দু বলেন, ‘‘টেলিভিশনে আমি দেখছি যে হাওড়া বিল রাজ্যপাল ছেড়ে দিয়েছেন। আমি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম, এটা কি সত্যি? মহামান্য রাজ্যপাল বলেছেন, আমি কোনও বিল ক্লিয়ার করিনি। এটা এখনও পেন্ডিং।’’

একই সময় শুভেন্দুর সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের বিষয় জানিয়ে টুইট করা হয় রাজভবন থেকে। সেখানেও এই প্রসঙ্গের উল্লেখ রয়েছে। কিন্তু সেই টুইটের ভাষা নিয়ে তৈরি হয়েছে আরও বিভ্রান্তি। টুইটের বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, ‘হাওড়া পুরসভা বিল নিয়ে রাজ্যপাল ইঙ্গিত করেছেন, তা এখনও তাঁর বিবেচনাধীন।’

Advertisement

রাজ্যপাল বিলে সই করেননি তা এই টুইটে পরিষ্কার বলা হয়নি। লেখা হয়েছে ইঙ্গিতের (Indicated) কথা। ফলে এই টুইটের মধ্যে দিয়ে রাজ্যপাল ঠিক কী বলতে চেয়েছেন, তা অনেকের কাছেই স্পষ্ট হয়নি। ফলে ধোঁয়াশা আরও বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement