Vice Chancelor

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ রাজ্যের ৩ বিশ্ববিদ্যালয়ে

নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, রূপকুমার বর্মণকে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে এবং জ্যোৎস্না কুমার মণ্ডলকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ০৫:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে সোমবার নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে ও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে এ দিন রাজভবনের এক্স হ্যান্ডলে জানানো হয়। নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, রূপকুমার বর্মণকে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে এবং জ্যোৎস্না কুমার মণ্ডলকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকেই রাজ্যপাল এই তিন জনকে বেছে নিয়েছেন। নির্মাল্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক। এর আগে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপচার্য ছিলেন। রূপকুমার যাদবপুরের ইতিহাসের অধ্যাপক। এর আগে তিনি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ছিলেন। জ্যোৎস্না কুমার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ‍্যাপক। তিনি আগে তিন মাসের জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ছিলেন। সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ ছিল, ১৫টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে হবে। রাজ্যপাল এ দিন তিনটি বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement