State News

ইন্টারনেট বন্ধের ইঙ্গিত মাধ্যমিকে

গত বারেও মোবাইল নিয়ে কারও পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪২
Share:

প্রতীকী ছবি।

নানান ব্যবস্থা সত্ত্বেও প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে। টোকাটুকি হচ্ছে। এই অবস্থায় এ বার মাধ্যমিক পরীক্ষায় বিশেষ নজরদারির নির্দেশ দিলেন মুখ্যসচিব রাজীব সিংহ। মঙ্গলবার সব জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ভিডিয়ো-সম্মেলনে ওই পরীক্ষায় নকল ঠেকানোর নির্দেশ দেন তিনি। ইন্টারনেট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রশাসন প্রয়োজনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

Advertisement

গত বারেও মোবাইল নিয়ে কারও পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার ছিল না। পরীক্ষা শেষের আগে শিক্ষকদেরও মোবাইল জমা রাখতে হয়েছিল নির্দিষ্ট কক্ষে। তার পরেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। তাই এ বার আগেভাগে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে চায় প্রশাসন। নবান্ন জানিয়েছে, মোবাইল ফোন জমা রাখতে হবে সকলকেই। মুখ্যসচিবের নির্দেশ, সব জেলায় টোকাটুকি বেশি হয়, এমন কিছু পরীক্ষা কেন্দ্র বেছে পুলিশ মোতায়েন করতে হবে। পরীক্ষা কেন্দ্রে যাঁরা ঢুকবেন, বিশেষত পরীক্ষার্থীদের তল্লাশ করা হবে। ‘‘পরীক্ষার্থীদের নিবিড় তল্লাশি হয় প্রতিযোগিতামূলক পরীক্ষায়। কিন্তু মাধ্যমিকের মতো পরীক্ষায় সব সময় সেটা সম্ভব হয় না। তবে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় থাকা পুলিশকে ন্যূনতম তল্লাশি চালাতেই হবে,’’ বলেন জেলা প্রশাসনের এক কর্তা।

নবান্ন জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে টহল দিতে হবে পুলিশকর্মীদের। মহকুমাশাসক, বিডিও, ম্যাজিস্ট্রেট স্তরের অফিসারেরা আচমকা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনো থেকে শুরু করে গোটা পরীক্ষা পর্বে পর্যাপ্ত নিরাপত্তা থাকা চাই। পরীক্ষা কেন্দ্রের বাইরে জটলা এবং বাইরে থেকে পরীক্ষার্থীদের নকলে সহযোগিতার প্রবণতা ঠেকানোর ব্যবস্থা করতে হবে। এক জেলা-কর্তা বলেন, ‘‘এই ধরনের অসাধু কাজের প্রবণতা দেখা যায়, এমন কিছু স্কুলের তালিকা দেওয়া হবে। পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। রাখা হতে পারে বাড়তি পুলিশও।’’ পরীক্ষার দিনে পরিবহণ ব্যবস্থা যাতে যথাযথ থাকে, সে-দিকে নজর রাখতে বলেছেন মুখ্যসচিব।

Advertisement

আরও পড়ুন: ঐশীকে সামনে রেখে রাস্তায়-ক্যাম্পাসে বাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement