ছবি: সংগৃহীত।
দেশে অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের মনোভাবের কড়া সমালোচনা করল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। তাদের মতে, নরেন্দ্র মোদী সরকারের নীতির ফলেই সঙ্কট এমন জায়গায় পৌঁছেছে। অর্থনীতি বিশেষজ্ঞ বা বিরোধীদের সতর্ক-বার্তা, কোনও কিছুতেই আগে কান দেয়নি তারা। রিজার্ভ ব্যাঙ্কের গচ্ছিত আমানত থেকে এক লক্ষ ৭৬ হাজার কোটি টাকা সরকারি তহবিলে পাঠানোর সিদ্ধান্তে অর্থনৈতিক সঙ্কটের ভয়াবহতাই প্রকট বলে ফ ব-র বক্তব্য। দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস মনে করিয়ে দিয়েছেন, ইউপিএ-১ আমলে অর্থনৈতিক সঙ্কটের সময়ে বামেদের চাপে সরকার ব্যয়সঙ্কোচের পথে হেঁটেছিল। অথচ মোদী সরকারও এখনও কর্পোরেটের তোষণে ব্যস্ত।