Mamata Banerjee

জিতলে বিনামূল্যে রেশন, আশ্বাস মমতার

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কে বিরোধী বাম, কংগ্রেস এবং বিজেপি-র অবশ্য কটাক্ষ, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার সুযোগ তিনি আর পাবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০৫:৩৪
Share:

ছবি: পিটিআই।

এর আগে জানিয়েছিলেন, ২০২১ সালের জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে রাজ্য সরকার। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, আগামী বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে তাঁর সরকার জুনের পরেও বিনে পয়সাতেই রেশন দেবে। যে প্রতিশ্রুতিকে ‘ভোটের আশ্বাস’ বলেই কটাক্ষ করেছেন বিরোধীরা।

Advertisement

রাজ্যে ভোটের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুতি নিয়ে নেমে পড়েছে যুযুধান দুই দল তৃণমূল ও বিজেপি। এক দিকে, তৃণমূল সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কথা প্রচার করছে। তাতে ‘দুয়ারে সরকার’-এর নানা প্রকল্পে নাম লেখানো, বিশেষত স্বাস্থ্যসাথী কার্ড করার ধুম লেগে গিয়েছে। তার পাল্টা ‘চাকরির প্রতিশ্রুতি ফর্ম’ নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। এই আবহে এ দিন মমতার আশ্বাস, ‘‘গত ছ’মাস ধরে বিনা পয়সায় রেশন দিচ্ছি। ১০ কোটি মানুষের রেশন বিনে পয়সায় দেওয়া হচ্ছে। পৃথিবীর মধ্যে এমন একটা রাজ্য আমাকে দেখাতে পারবেন? আমাদের সরকার আসবে এবং আবারও বিনে পয়সায় পাবেন।’’

কোচবিহার রাসমেলা ময়দানে এ দিন উপচে পড়া ভিড়ে হাজির মহিলাদের অনেকেই এই ঘোষণায় খুশি। দিনহাটার পম্পা রাউত বলেন, “লকডাউনে ভীষণ বিপাকে পড়েছিলাম। বিনা পয়সায় রেশন পাওয়ায় খুব সুবিধে হয়েছে। মুখ্যমন্ত্রী এই সভায় আরও রেশন দেওয়ার কথা বলায় ভরসা পেয়েছি।”

Advertisement

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কে বিরোধী বাম, কংগ্রেস এবং বিজেপি-র অবশ্য কটাক্ষ, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার সুযোগ তিনি আর পাবেন না। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিটাই প্রতারণা। কারণ ভোটে উনি আর ক্ষমতায় ফিরবেন না।’’ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বামেরাই সকলের জন্য খাদ্য নিরাপত্তার দাবি তুলেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? আর এখন বাংলার মানুষ তাঁকে আর এই ঘোষণা বাস্তবায়িত করার সুযোগ দেবে না।’’ বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নানেরও মন্তব্য, ‘‘বিদায় নিশ্চিত বুঝে মুখ্যমন্ত্রী এখন নানা রকম প্রতিশ্রুতি বিলি করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement