-ফাইল চিত্র।
কলকাতা বন্দরের নতুন নামকরণে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘অসম্মান’ করা হয়েছে, এই অভিযোগ করে প্রতিবাদে নামল ফরওয়ার্ড ব্লক। নেতাজি সুভাষ ডক থাকা সত্ত্বেও কেন বন্দরের অন্য নাম হল, সেই প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বলেছেন, শিক্ষাবিদ বা আইনজ্ঞ হিসেবে শ্যামাপ্রসাদের ভূমিকা অস্বীকার না করেও বলা যায়, নেতাজির সঙ্গে বাংলার আবেগ জড়িত। কলকাতায় পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানকে চিঠি দিয়ে বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ও বলেছেন, নেতাজি সুভাষ ডকের উপরে শ্যামাপ্রসাদের নামে বন্দর মেনে নেওয়া যায় না। এই নামকরণের প্রতিবাদে ১০ জুন বিক্ষোভেরও ডাক দিয়েছে ফ ব।