ফাইল চিত্র।
আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রেক্ষিতে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য সরকারের যথাযথ পদক্ষেপ এবং নদীবাঁধ সংস্কারের দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জয়নগর ও কুলতলির দুই প্রাক্তন এসইউসি বিধায়ক তরুণ নস্কর ও জয়কৃষ্ণ হালদার। তাঁদের বক্তব্য, গত বছর আমপান-এর পরে সুন্দরবন সংলগ্ন নদীবাঁধ অধ্যুষিত এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের সম্পূর্ণ মেরামত হয়নি। জোড়াতালি দিয়ে কিছু কাজ হয়েছে পঞ্চায়েত ও সেচ দফতরের মাধ্যমে। এখন ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে বিস্তীর্ণ এলাকার মানুষ আশঙ্কায় রয়েছেন। দুই প্রাক্তন বিধায়কের আরও বক্তব্য, আমপান-এর সময়ে করোনার হানা গ্রামাঞ্চলে সে ভাবে ছিল না। কিন্তু এখন যা করোনা পরিস্থিতি, তাতে ফ্লাড সেন্টারে গাদাগাদি করে মানুষকে রাখা নিরাপদ নয়।