প্রতীকী চিত্র।
গত ক’দিন ধরেই বঙ্গে অব্যাহত রয়েছে কুয়াশার দাপট। বুধবারও তার ব্যতিক্রম হল না। ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঢেকেছিল ঘন কুয়াশায়। বেলা গড়ালেও অধিকাংশ জায়গা থেকেই সরেনি কুয়াশার চাদর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন সকালের পরিবেশ এ রকমই কুয়াশাচ্ছন্ন থাকবে।
সকাল থেকে চারদিক কুয়াশাতে ঢেকে যাওয়ায় কমেছে দৃশ্যমানতা। যার জেরে ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় ভোরের অধিকাংশ ট্রেন ধীর গতিতে চলছে। যার জেরে গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে ট্রেনগুলির। একই অবস্থা বিমানের ক্ষেত্রেও। কুয়াশার কারণে বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন সকাল কুয়াশাচ্ছন্ন থাকবে। যদিও বেলা বাড়তে পরিষ্কার হবে আকাশ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন: আরও উদ্ধত মহুয়া
আরও পড়ুন: রেল-রাস্তা আটকে মিশ্র সাড়া বন্ধে