Mithun Chakraborty

‘মিঠুনদাই তো যোগাযোগ রাখছেন আমার সঙ্গে’, ‘জাত গোখরো’কে পাল্টা ছোবল ফিরহাদের

ফিরহাদ বলেন, ‘‘মিঠুন’দা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে দিদি রেগে না যান। মিঠুন’দা তো নিজেই চাইছেন তৃণমূলের সঙ্গে গন্ডগোল না করতে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ২০:০১
Share:

‘দিদি’ যাতে রেগে না যান, ফিরহাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন মিঠুন? — ফাইল ছবি।

বঙ্গ বিজেপির তারকা সদস্য মিঠুন চক্রবর্তী নাকি যোগাযোগ রাখছেন রাজ্যের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে! খোদ ফিরহাদই এমন দাবি করলেন। যদিও বিজেপির পাল্টা দাবি, দলে নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে এ সব বলতে হচ্ছে ফিরহাদকে।

Advertisement

পঞ্চায়েতকে ‘পাখির চোখ’ করে বঙ্গে মন ঢেলে দিয়েছেন ‘মহাগুরু’ মিঠুন। দফায় দফায় যাচ্ছেন জেলা সফরে। গরমাগরম ভাষণে গ্রামবাংলায় গেরুয়া ঝড় তোলার চেষ্টায় কসুর করছেন না। মাঝে মাঝেই হুঙ্কার ছাড়ছেন, তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ তাঁর যোগাযোগে আছেন, এ কথা বলে। এরই মধ্যে কলকাতার মেয়র ফিরহাদ দাবি করলেন, মিঠুন নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। ‘দিদি’ যাতে রেগে না যান, সে জন্যই যোগাযোগ! ফিরহাদের এই দাবি ঘিরে আবার শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। ফিরহাদ বলেন, ‘‘মিঠুন’দা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে দিদি রেগে না যান। মিঠুন’দা তো নিজেই চাইছেন তৃণমূলের সঙ্গে গন্ডগোল করে লাভ নেই। কিছু কারণবশত বিজেপিতে গিয়েছেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। উনি তো নিজেই বলছেন যে, তৃণমূল না রেগে যায়।’’

ফিরহাদের এই মন্তব্যের পরই জল্পনা আকাশ ছুঁয়েছে। বিজেপিকে পঞ্চায়েতে জেতালে পাকা বাড়ি করে দেওয়ার ‘দায়িত্ব’ নেওয়া মিঠুন কি আবার দলবদলের কথা ভাবছেন? যদিও একে স্রেফ ‘ভেসে থাকার ছক’ বলে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তাঁর কাছে কী প্রমাণ আছে? যা খুশি বলে প্রাসঙ্গিক থাকতে চাইছেন উনি (ফিরহাদ)।’’

Advertisement

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূলে কান পাতলে শোনা যাচ্ছে, ফিরহাদ নাকি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন। এ সব কথার কোনও মানে নেই। তৃণমূলে প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টায় এ সব বলতে হচ্ছে ফিরহাদকে।’’

প্রসঙ্গত, একাধিক বার দলবদল করেছেন মিঠুন। সম্প্রতি তা নিয়েও মুখ খুলেছেন তিনি। মহাগুরু নিজের ‘রাজনৈতিক গুরু’ হিসাবে নাম নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রেক্ষিতে ‘বোমা’ ফাটালেন ফিরহাদ। এ বিষয়ে মিঠুনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement