Park Circus Fire Incident

পার্ক সার্কাস স্টেশনের পাশে কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন

পার্ক সার্কাস স্টেশনের কাছে একটি কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১৪টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬
Share:

পার্ক সার্কাস স্টেশন লাগোয়া কারখানায় আগুন। —নিজস্ব চিত্র।

পার্ক সার্কাস স্টেশনের কাছে একটি কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত ১৪টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে। ঘটনাস্থলে পৌঁছতে পারেনি দমকলের গাড়ি। বেশ খানিকটা দূর থেকে পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে, সেটি একটি চামড়ার কারখানা। তবে কী ভাবে সেখানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিকেল ৩টে নাগাদ হঠাৎই ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সাড়ে ৩টে নাগাদ খবর দেওয়া হয় দমকলকে।

কারখানার পাশেই রয়েছে পার্ক সার্কাস স্টেশনের অফিস। কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে প্ল্যাটফর্ম, ওভারব্রিজে ভিড় জমান ট্রেনযাত্রীরা। পরে রেলপুলিশ এসে যাত্রীদের সরায়। তার পর প্ল্যাটফর্মের উপর দিয়েই নিয়ে আসা হয় দমকলের পাইপ। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। পাশেই স্টেশন থাকায় আগুন যাতে অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে, সে দিকে নজর রাখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement