শীতে শাড়িতেও থাক উষ্ণতা। কৌশল বাতলালেন ডলি জৈন। ছবি: সংগৃহীত।
বারো হাতের সুতোলি বস্ত্রখণ্ড নিজেই একটি শিল্প। তবে শাড়ি পরানোও যে শিল্প হতে পারে, শিখিয়েছেন ডলি জৈন। বলিউড তারকা দীপিকা পাড়ুকোন হন কিংবা সোনম কপূর, ধন কুবের মুকেশ অম্বানীর স্ত্রী অথবা পুত্রবধূ—তারকাদের শাড়ি পরাতে ডাক পড়ে ডলি জৈনের। কলকাতার বধূ শাড়ি পরিয়েই নাম কুড়িয়েছেন দেশ-বিদেশে। এক একজন তারকাকে শাড়ি, লেহঙ্গা পরানোর জন্য পারিশ্রমিকের অঙ্কও চমকে ওঠার মতো। পরানোর কৌশলেই যে একটি শাড়ি বা লেহঙ্গা কতটা আলাদা হয়ে উঠতে পারে, ডলির হাতের গুণ না দেখলে বোঝা দায়!
সেই ডলি জৈন বলছেন, কী ভাবে শীতের দিনে শাড়ি ব্লাউজের যুগলবন্দিতে সাজ এবং স্বাচ্ছন্দ্য মিলিয়ে দেওয়া যায়। থাকা যায় উষ্ণ। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এমনই টিপ্স দিয়েছেন তিনি।
জ্যাকেট, শ্রাগের মেলবন্ধন: সুন্দর করে শাড়ি পরে উপর থেকে গলিয়ে নিতে হবে মানানসই জ্যাকেট কিংবা শ্রাগ। কোমর পর্যন্ত বা হাঁটু ঝুলের জ্যাকেট শাড়ির সঙ্গে বেশ মানায়। ঠান্ডা কম হলে বেছে নেওয়া শ্রাগ। সান্ধ্য পার্টিতে এমন সাজ দিব্যি মানাবে।
শাড়ি পরার কৌশল: ডলির পরামর্শ, শাড়ি পরিধানের কৌশল খানিক বদল আনার। শাড়ি পরার বিভিন্ন ধরন রয়েছে। ধুতি, প্রজাপতি বা বাটারফ্লাই, মৎস্যকন্যার আদলে শাড়ি পরলে ঠান্ডা খানিক কম লাগতে পারে।
ভারী শাড়ি: শীতের মরসুমে ঠান্ডা জব্দ করার আর একটি উপায় হল ভারী বা ঠান্ডা কম লাগবে এমন কাপ়ড় বেছে নেওয়া। ভেলভেট বা উলের নিখুঁত বুননে তৈরি শাড়িও কিন্তু এমন সময় বেছে নেওয়া যায়।
ব্লাউজ়ে রকমারি: ব্রোকেড, ভেলভেট, গলাবন্ধ, পাথর, পুঁতির কারুকাজের ফুলহাতা ব্লাউজও শীতের মরসুমের জন্য আদর্শ। বেছে নেওয়া যায় গলাবন্ধ সোয়েটার কিংবা শাড়ির সঙ্গে পরার সৌখিন কার্ডিগানও।
শাল: শাড়ির সঙ্গে শালও মানানসই। পশমিনা বা কাশ্মীরি কারুকাজ করা শাল কুচি দিয়ে কাঁধে ফেলে রাখলেও দেখতে ভাল লাগে। শাড়ির মতো শালও কুচি দিয়ে সৌখিন ভাবে শড়িয়ে জড়িয়ে নেওয়া যায়।