Mimi Chakraborty

নতুন বছরে নতুন প্রেম! অভিনেত্রী মিমির জীবনে এসেছেন কোন মানুষ, ইঙ্গিত দিলেন বন্ধু পার্নো

সমুদ্রসৈকতে বসে একগুচ্ছ ছবি ভাগ করলেন মিমি। কিন্তু ক্যামেরার ও পারে কে? ইঙ্গিত দিতেই সন্দেহ প্রকাশ পার্নোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:১১
Share:

প্রেমে পড়লেন মিমি, কোন ইঙ্গিত দিলেন পার্নো! ছবি: সংগৃহীত।

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী। ডাকাবুকো বলে পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু প্রেমজীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ নায়িকার। এক সময় অবশ্য তাঁর প্রেমজীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তবে, গত কয়েক বছর ধরেই নায়িকা নিজেকে ‘সিঙ্গল’ বলে এসেছেন। না, কোথাও স্পষ্ট করেননি এই দাবি। এ বার কি ছুটি কাটাতে গিয়ে প্রেমে পড়ার ইঙ্গিত দিলেন মিমি! অভিনেত্রীর ছবি দেখে সন্দেহপ্রকাশ বান্ধবী পার্নো মিত্রের!

Advertisement

এমনিতেই বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। সে সব ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন নায়িকা অনুসরণকারীদের সঙ্গে। এ বারও মিমি গেলেন সমুদ্রে। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করেন তিনি। অভিনেত্রী যে বেজায় খুশি তা নিজেই জানিয়েছেন— চোখে রোদচশমা, পরনে কালো সাঁতার পোশাক, সঙ্গে লম্বা শ্রাগ, হাওয়ায় উড়ছে চুল। মিমি লেখেন, ‘‘সূর্য ও সমুদ্রসৈকতের মাঝে খুশি, সঙ্গে রয়েছে পিৎজা।’’ বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি।

কিন্তু, কে তুলে দিল এমন সব সুন্দর ছবি? ছবি সৌজন্যে কারও নাম লেখেননি নায়িকা, শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের চিহ্ণ।

Advertisement

মিমির ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: সংগৃহীত।

অভিনেত্রীর এই রকম কৃতজ্ঞতা স্বীকার নজর কেড়েছে পার্নোর। মন্তব্য বাক্সে তিনি লেখেন, ‘‘কৃতজ্ঞতা স্বীকার হৃদয়ের চিহ্ণ?? হুমম!’’ যদিও পার্নোকে পাল্টা উত্তর দেননি মিমি।

তবে, কানাঘুষোয় শোনা যাচ্ছে নায়িকা প্রেমে পড়ছেন। সম্ভবত তাঁর সঙ্গেই ছুটি কাটাতে গিয়েছিলেন। কে তিনি? তা নিয়ে চর্চা তুঙ্গে উঠতে চলেছে আগামী কয়েক দিনে। যত দূর জানা গিয়েছে, মিমির ভালবাসার মানুষটি চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত নন। এ বার অপেক্ষা, কবে তাঁকে সকলের সামনে নিয়ে আসেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement