—ফাইল চিত্র।
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের অবস্থান চলছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সরকার এখনও কৃষকদের দাবি মানেনি। এই পরিস্থিতিতে যে সব রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেখানে বিজেপির কৃষক-বিরোধী অবস্থান প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে আগামী ১২ মার্চ কলকাতায় সমাবেশ হবে। এন্টালির রামলীলা ময়দানে সে দিন ‘কৃষক ও মজুর মহাপঞ্চায়েত’-এ হাজির থাকার কথা হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদব, বলবীর সিংহ রাজেওয়াল, রাজেশ টিকায়েত প্রমুখের। সমন্বয় কমিটির রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পালেরা রবিবার বলেছেন, দিল্লিতে কৃষকদের ১০০ দিন রাস্তায় বসিয়ে রেখেছে মোদী সরকার। আর এখানে এসে সেই মোদীই ‘সোনার বাংলা’ গড়ার কথা বলছেন।