Farmers Protest

কথা না রাখলে বড় আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি কিষাণ মোর্চার

কেন্দ্রের নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতেই দিল্লির কৃষক আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৩
Share:

ধর্মতলায় সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিবাদ। নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে আরও বড় আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিল কৃষক সংগঠনগুলি।

Advertisement

কেন্দ্রের নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতেই দিল্লির কৃষক আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু তার পরে অনেক দাবিই এখনও পূরণ হয়নি, এই অভিযোগে সোমবার দেশ জুড়ে ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালনের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ। এ রাজ্যে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি, জলপাইগুড়ি-সহ বেশ কিছু জেলার সদর ও ব্লকে এ দিন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ধর্মতলায় এই উপলক্ষে সমাবেশে বিভিন্ন কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের তরফে অভীক সাহা, কার্তিক পাল, বিপ্লব মজুমদার, হরিপদ বিশ্বাস, অজিত মুখোপাধ্যায়, সমীর পূততুণ্ডেরা হাজির ছিলেন। তাঁরা হুঁশিয়ারি দেন, মোদী সরকার যদি মনে করে থাকে আন্দোলন শেষ হয়ে গিয়েছে, কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলেও চলবে, তা হলে তারা মূর্খের স্বর্গে বাস করছে! আন্দোলনকারী কৃষকদের উপর থেকে মামলা প্রত্যাহার, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ন্যায্য মূল্যের আইন তৈরির জন্য প্রতিশ্রুত কমিটি গঠন, লখিমপুর খেরি-কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত-সহ বকেয়া দাবির কথা ফের মনে করিয়ে দিয়েছেন কৃষক নেতারা। ‘বিশ্বাসঘাতকতা দিবস’ উপলক্ষে ধর্মতলায় পোড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর কুশপুতুলও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement